
কুমিল্লা নির্বাচন অফিসে নাঙ্গলকোটের বিভিন্ন কেন্দ্র নিয়ে শুনানি চলছে
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলা নির্বাচন অফিসে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র নিয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রগুলোর অবস্থান, ভোটার সংখ্যা ও অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত যাচাই-বাছাই করছেন নির্বাচন কর্মকর্তারা।
বুধবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসে এ শুনানি শুরু হয়। এতে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের প্রতিনিধি, প্রার্থীর এজেন্টসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
জানা গেছে, শুনানিতে কেন্দ্র পুনর্বিন্যাস, স্থান পরিবর্তন ও ভোটার সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পক্ষ তাদের মতামত তুলে ধরেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শুনানি শেষে যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে।
