নাঙ্গলকোটে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর ২০২৫, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট বাইতুল উলূম ইসলামিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে।
এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রত্যাশি মোঃ নুরুন্নবী, মোঃ শাখাওয়া হোসেন শাওন, মোঃ শাহ্ পরান ও মোঃ সালাউদ্দিন।

দোয়া মাহফিলে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির শান্তিপূর্ণ উত্তরণ কামনা করা হয়।