নাঙ্গলকোটে প্রবাসীদের অর্থায়নে ‘রেমিটেন্স যোদ্ধা ইউনিটি’র উদ্বোধন

স্লোগান: প্রতিবেশীরা ভালো থাকলে ভালো থাকবে প্রবাসীরা

মানজারুল ইসলাম শিহাব নাঙ্গলকোট(কুমিল্লা)প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল পদুয়ারপাড়ায় প্রবাসীদের কষ্টার্জিত অর্থে প্রতিষ্ঠিত মানবিক, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘রেমিটেন্স যোদ্ধা ইউনিটি’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোসলেউদ্দিন নয়ন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোসলেউদ্দিন নয়ন এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি বাবুল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আব্দুল কাদের-এর পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান সবুজ, মাস্টার আব্দুল লতিফ পাটোয়ারী, মাওলানা হারুনুর রশিদ, সমাজসেবক ও ব্যবসায়ী মিজানুর রহমান মাস্টার, ডা. শাহাদাত হোসাইন, মোহাম্মদ জসিম উদ্দিন, বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি রবিউল হোসেন শেখাল, সুপারস্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রায়হান, এবং প্রচার সম্পাদক ইমরান নজির প্রমুখ।

বক্তারা বলেন—প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ। তাদের কষ্টার্জিত অর্থ যেন সমাজের উন্নয়নে ও অসহায় মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, সেই লক্ষ্যেই ‘রেমিটেন্স যোদ্ধা ইউনিটি’ কাজ করবে।”

অনুষ্ঠানে প্রবাসী সদস্য, প্রবাসী পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেষে দেশ ও প্রবাসে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।