
কমলগঞ্জে রামপুর সার্বজনীন দুর্গাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব শুরু
মৌলভীবাজার জেলা প্রতিনিধি | মোঃ মারুফ হোসেন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রামপুর সার্বজনীন দুর্গাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল (রবিবার) সকাল থেকে পূজাঅর্চনা শুরু হয়েছে। সকাল থেকে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে পূজা মণ্ডপে বিরাজ করে ধর্মীয় উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ।
পূজা উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে সাজানো হয় মনোমুগ্ধকর আলোকসজ্জা। পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনা। স্থানীয় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ।
পূজা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক এবং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র মালাকার বলেন,
“পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সহযোগিতা করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এদিকে স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত। ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি ও ধর্মীয় সম্প্রীতির আবহে রামপুর দুর্গাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব পরিণত হয়েছে মিলনমেলায়।
