যুব উন্নয়ন অধিদপ্তরের অনুমোদিত দেশের ৪৮ জেলার চলমান প্রকল্প “শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি”-এর আওতায় মৌলভীবাজার জেলায় চতুর্থ ব্যাচের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।মোঃ মারুফ হোসেন মৌলভীবাজার জেলা প্রতিনিধিশুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ভাইভায় অংশগ্রহণের সুযোগ পাবেন।উল্লেখ্য, তিন মাস মেয়াদি ও ৬০০ ঘন্টার এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। প্রকল্পটির মাধ্যমে শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবকদের আত্মকর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।