কুমিল্লা মহিলা কলেজে অসচ্ছল শিক্ষার্থীর ভর্তি ও খরচের দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা জহির রায়হান

রাশেদ হোসাইন নাঙ্গলকোট(কুমিল্লা)প্রতিনিধি

কুমিল্লা মহিলা কলেজে অসচ্ছল শিক্ষার্থীর ভর্তি ও খরচের দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা জহির রায়হান।অর্থনৈতিক সংকটে পড়া একটি পরিবারের শিক্ষার্থীকে উচ্চশিক্ষার পথে এগিয়ে দিতে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি (১ নং) জহির রায়হান। কুমিল্লা মহিলা কলেজের ওই শিক্ষার্থীর ভর্তি থেকে শুরু করে যাবতীয় খরচ বহনের ঘোষণা দিয়েছেন তিনি।পরিবার সূত্রে জানা গেছে, ছয় বোনের পরিবারটির প্রধান উপার্জনকারী বাবা একজন কৃষক। আর্থিক অক্ষমতার কারণে মেয়েটির পড়াশোনা ঝুঁকির মুখে পড়েছিল। এ অবস্থায় জহির রায়হানের উদ্যোগে কলেজ কর্তৃপক্ষও এগিয়ে আসে। ভর্তি ফি, ফরম ফিল-আপ ও আবাসনের ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এরই মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন অন্তর নিজে উপস্থিত হয়ে দুইজন অসচ্ছল শিক্ষার্থীকে একই দিনে কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করেন।

রিয়াজ উদ্দিন অন্তর জানান, “জহির রায়হান ভাই আমাকে দায়িত্ব দিয়েছেন যেন দ্রুত শিক্ষার্থীর জন্য হলে বা মেসে থাকার ব্যবস্থা করি।”

স্থানীয়রা মনে করছেন, জহির রায়হানের এই সামাজিক দায়িত্বশীল পদক্ষেপ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং অন্যদেরও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।