কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল।

আজ ১২ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, রোজ শনিবার বিকেল ২টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব, ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এর পর আজ সরাসরি উপস্থিত হয়ে এ প্রতিবেদক অনুষ্ঠানটি কভার করেন। (Smtv Media) চ্যানেল এর প্রতিষ্টাতা:  মোঃ মারুফ হোসেন। 

সিনিয়র শিক্ষক জনাব, ফরিদ আহমেদ

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব ফরিদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুমিত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব সত্যেন্দ্র কুমার পাল, প্রধান শিক্ষক, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়। জনাব আতাউর রহমান খান, সাবেক অভিভাবক সদস্য। জনাব আব্দুল মুয়িইন ফারুক, সাবেক অভিভাবক সদস্য।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের মসজিদের খতিব ও সিনিয়র শিক্ষক জনাব আব্দুল আজিজ।

বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ব মানবতার কান্ডারী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-কে মহান আল্লাহতায়ালা সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। তাঁর জীবনাদর্শকে অনুসরণ করলেই ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব।

পরিশেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজনে: কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়, মুন্সীবাজার, কমলগঞ্জ।