বিরলে ৩৬ শে জুলাই ছাত্র ও জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

ইরফান আলী

দিনাজপুরে বিরল উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র জনতার ঐতিহাসিকগন অভ্যুত্থানে জাতীয় মুক্তি দিবস অনুষ্ঠিত হয়েছে। ৫ ই আগস্ট মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় উপজেলার শহীদ মিনার চত্বরে গণ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর হাফিজ আব্দুর রশিদ। উক্ত গন মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এ কে এম আফজালুল আনাম। এ সময় তিনি বলেন,ইসলাম বিরোধী গণতন্ত্র বিরোধী আর কোন নব্য ফ্যাসিস্ট মাথা চাড়া দিতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও চাঁদাবাজ মুক্ত দেশ গঠন হয়নি।জামায়াতে ইসলামী চাঁদাবাজ মুক্ত মানবিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য মোঃ তৈয়ব আলী,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য মোঃ হায়দার আলী, উপজেলা সেক্রেটারী আজমীর হোসাইন,যুব বিভাগীয় সেক্রেটারী আব্দুর রাকিব,উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মোঃ আসাদুজ্জামান নুর সহ অত্র উপজেলার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিশাল মিছিল বের করা হয় এবং উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।