
মানব সেবায় আমরা সবাই, আমাদের সংগ্রাম মানবতার কল্যাণে, এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিটের ৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাইয়ারা গ্রামের সাবেক প্রবাসী ইব্রাহিম খলিলকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নগদ অর্থ চল্লিশ হাজার টাকা প্রদান ও দোয়া মাহফিল বৃহস্পতিবার বিকেলে বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট দুবাই শাখার উপদেষ্টা গাজী মোঃ হারুনুর রশিদ হারুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম কম,এল এল বি ও বিশিষ্ট সমাজ সেবক লায়ন এম এ বাশার।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান মোহন, নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস।
প্রধান বক্তা উপস্থিত ছিলেন, বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাহরাইন প্রবাসী বাইয়ারা গ্রামের সূর্য সন্তান মোঃ ফজলু মজুমদার।
বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর সহ-প্রচার সম্পাদক মোঃ তাসফির মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর উপদেষ্টা ডাঃ আবু বকর সিদ্দিক মজুমদার, ডাঃ আহসান উল্লাহ, মোঃ শাহজাহান সাজু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শহীদ উল্লাহ, তেমনি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোঃ ওমর ফারুক, বাইয়ারা গ্রামের সাবেক মেম্বার মোঃ শাহআলম মজুমদার, বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর বাহরাইন শাখার সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজু, বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সূফী, দুবাই শাখার সহ-সভাপতি সেলিম সূফী, দুবাই শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ওমান শাখার সভাপতি আলমগীর মজুমদার, ওমান শাখার সাধারণ সম্পাদক রায়হান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মোশাররফ মিয়াজি, মালেশিয়া শাখার সাধারণ সম্পাদক জামাল হোসেন, শাকিল ভূঁইয়া, রিংকু মজুমদার।
আরো উপস্থিত ছিলেন বাহরাইন প্রবাসী জিয়াউর রহমান, সমাজসেবক মোঃ মনির হোসেন, সমাজ সেবক শরিফ মজুমদার প্রমুখ।
সকল অতিথিরা এসময় বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট সংগঠনের সকল মানবিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এমন কর্মকান্ডগুলো অব্যাহত রাখার আহবান জানান।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাহরাইন প্রবাসী বাইয়ারা গ্রামের ফজলু মজুমদার। তিনি নিজ গ্রামের মসজিদ,মাদ্রাসা ও অসহায়দের কথা চিন্তা করে এই সংগঠনটি গঠন ও পরিচালনা করেন।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন, বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, বাইয়ারা প্রবাসী কল্যাণ ইউনিট এর উপদেষ্টা মাসুদ আলম রনি প্রমুখ।
অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া, মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন বাইয়ারা বাজার কেন্দ্রীয় মসজিদ এর পেশ ইমাম মাওলানা ইউসুফ হাজারী।