কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন উত্তর শাকতলী বেপারি বাড়ি কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত প্রাইজমানি বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা শনিবার সকালে উত্তর শাকতলী দক্ষিণ পাড়া বেপারি বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ‘ব্যাজ’ দিয়ে বরণ করা হয়।

খেলায় অংশ গ্রহণ করেন করপাটি ক্রিকেট একাদশ বনাম আজবপুর শহীদ ওসমানী হাদি ক্লাব।

উত্তর শাকতলী বেপারি বাড়ি কল্যাণ ট্রাস্ট সভাপতি মোসাদ্দেক হোসেন মারুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজী।

প্রধান আকর্ষণ শ‌হিদ জিয়া গ‌ভেষনা প‌রিষদ নাঙ্গল‌কোট উপ‌জেলা সভাপতি নজরুল ইসলাম ,

খেলায় উদ্বোধক ছিলেন মেসফালাহ হাউজিং চেয়ারম্যান   বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সাইফুল ইসলাম মামুন, পেরিয়া ইউনিয়ন জামায়াত নেতা হারুনুর রশিদ, হাফেজ মামুন, বাহরাইন প্রবাসী এনএস রাহিল খান, উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাষ্টার পেয়ার আহমদ, ২নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি জাকারিয়া ইসহাক, সমাজ সেবক হাফেজ হেলাল উদ্দিন, বিল্লাল হোসেন, দুবাই প্রবাসী আব্দুর রহমান।

খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জে এইচ জোনায়েদ, আতিক উল্লাহ জোনায়েদ, রিপন, হাসিব, রাফি, ফাহাদ।

করপাটি ক্রিকেট একাদশকে হারিয়ে আজবপুর শহীদ ওসমানী হাদি ক্লাব বিজয়ী হন।

আরও পড়ুন