বসুন্ধরা শুভসংঘ নাঙ্গলকোট উপজেলা শাখার কমিটি গঠন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
শুভ কাজে সবার পাশে’-এই প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একে.এম মারুফ হোসেনকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ইমরান হোসেন সোহানকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন।

কমিটিতে উপদেষ্টা আছেন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি প্রাথমিক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফিরোজ উল আলম চৌধুরী, সসাজ সেবক মঈনুল ইসলাম মজুমদার, তাজুল ইসলাম, জামাল ক্লিনিক পরিচালক বশিরুজ্জামান খান,জসিম উদ্দিন ভূঁইয়া, এ আর কামরুল হাসান, ডা: আবু বকব সিদ্দিক নিয়াজ, শাখাওয়াত হোসেন শাহিন, মজিবুর রহমান, মুসা কলিমুল্লাহ,মোহাম্মদ নুরুল আফসার,প্রভাষক শাহানা ফেরদাউস কলি,প্রভাষক নুর নাহার আক্তার, ইউনুস মিয়া নোমান।

কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহসভাপতি আবুল কালাম আজাদ, কবি হানিফ রানা,প্রভাষক মীর সাহাব উদ্দিন, প্রভাষক হাসান, প্রভাষক তোহা হাসান ভূঁইয়া স্বাধীন,বাবুল হোসেন, উম্মে হাবিবা,আলী হায়দার মাসুদ,আফজাল হোসাইন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ উল্লাহ মজুমদার রায়হান, প্রান্ত মজুমদার, সিয়াম হোসেন, নাঈম উদ্দিন, খাদিজাতুল কোবরা,উম্মে সালমা, সহ সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, মোহাম্মদ হৃদয়,অর্থ সম্পাদক মাওলানা ইউসুফ আলী, দপ্তর সম্পাদক আফসার হোসেন, প্রচার সম্পাদক আবু তৈয়ব ইমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মোজাম্মেল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহানা বেগম, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার শ্রাবণী,ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোস্তফা কামাল, কার্যকরী সদস্য শেখ রাসেল, আলা উদ্দিন, আবাদুর রহমান, সুমাইয়া আক্তার,মিতু আক্তার।
বসুন্ধরা গ্রুপের সমাজসেবামূলক সংগঠন বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরমধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, পরিবেশ রক্ষার্থে চারা বিতরণ ও বৃক্ষরোপণ, সেলাই মেশিন বিতরণ, পথশিশুদের পড়াশোনার ব্যবস্থা ইত্যাদি জনকল্যাণমূলক কাজ। নতুন কমিটির নেতৃত্বে নাঙ্গলকোট উপজেলা শাখার কার্যক্রম আরও গতিশীল ও মানবকল্যাণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা