
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢালুয়া ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ৪৫টি মসজিদে খাবার বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ৪৫টি মসজিদে খাদ্য বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন মসজিদে একযোগে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এসহাক মজুমদার, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল ভূঁইয়া, উপজেলা যুবদলের নেতা ফরহাদ হোসেন ভূঁইয়া, যুবনেতা গিয়াস উদ্দিন, সামছুল আলম ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রিপন, বিএনপি নেতা আলমগীর, শাহজাহান, ডা. রুহুল আমীন, শাহ আলম, ডা. শাহাবুদ্দিন, এন্তমিয়া ও মাস্টার মহিন।
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাওলানা কুদ্দুস ভূঁইয়া। দোয়ায় দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও কল্যাণের পাশাপাশি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মানবিক এ উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করেন ঢালুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন খান, উপদেষ্টা মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন সহ প্রবাসী ফোরামের নেতৃত্ব বৃন্দ।
প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ জানান— সমাজকল্যাণমূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
