
হাতের মেহদী না শুকাতে যৌতুকের জন্য গৃহবধূ কে হ*ত্যা
নাঙ্গলকোট (কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের ওমান প্রবাসী ছালেহ আহমেদ রিদয়ের স্ত্রী কুলসুম আক্তার মনিকা (১৯) কে যৌতুকের জন্য স্বামী ও শাশুড়ী মায়া বেগম হত্যা করার অভিযোগ উঠেছে। স্হানীয় অভিযোগ সূত্র জানা যায় পৌরসভা আতাগড়া গ্রামের মাহবুবুল হকের মেয়ে কুলসম আক্তার কনিকা কে গত ৯ মাস পূর্বে উপজেলার বাইয়ারা আবু তাহের পুত্র ওমান প্রবাসী ছালেহ আহমেদ রিদয় কাছে বিবাহ দেন।বিবাহ সময় প্রায় ২ লক্ষ টাকা ফার্নিচার সহ বিভিন্ন মালামাল দেওয়া হয়। পরবর্তীতে প্রতি নিহত স্বামী ও শাশুড়ী আরো যৌতুকের টাকা জন্য নির্যাতন করতেন।সর্বশেষ মৃত্যু আগমূহত্বে তার বড় বোন ফাতেমার সাথে শেষ কথা বলেন আমাকে তারা যৌতুকের টাকার জন্য পেরে পেলবে, কিছুক্ষন পর আনুমানিক বিকাল ৫ টায় তাকে হত্যা করা হয়।হ*ত্যর পর তাকে তার স্বামী ও তার খালাতো বোন সহ মেয়েটি কে নাঙ্গলকোট সরকারি হসপিটাল নিয়ে আসেন,কর্তব্যরত চিকিৎসক ডা:মনিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।পরবর্তী মৃত কনিকার স্বামী কে জনতা আটক করে পুলিশের হাতে সৌপর্দ করেন
