SMtv Media কন্টেন্ট সহকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। 

আমরা সাংবাদিক নই, আবার কোনো মিডিয়া হাউসের প্রতিনিধিও নই। আমরা দেশের সচেতন নাগরিক। হিসাবে সত্য তথ্য যাচাই করে নির্ভয়ে ভিডিও তৈরি করি এবং তা মানুষের সামনে তুলে ধরি। আমাদের কাজের মূল লক্ষ্য: জনস্বার্থে সত্য তুলে ধরা, তথ্যের সঠিকতা নিশ্চিত করা, গোপন বা অপমানজনক ভিডিও নয়। সম্মানজনক ও দায়িত্বপূর্ণ উপস্থাপনা। আমরা চাই সামাজিক সচেতনতা তৈরি হোক, বিভ্রান্তি নয়।

আমরা খুঁজছি এমন কিছু সহকর্মী, যারা সাহসের সঙ্গে মোবাইলে ভিডিও ধারণ করতে পারেন, নিজের কণ্ঠে বক্তব্য দিতে পারেন, স্ক্রিপ্ট লিখতে পারেন, ভিডিও এডিট করতে পারেন অথবা শেখার আগ্রহ রাখেন এবং নিজেই তৈরি কনটেন্ট ইউটিউব ও ওয়েবসাইটে প্রকাশ করতে চান।

যোগ্যতা ও শর্তাবলি: ➤ কমপক্ষে ১০ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা জানা থাকতে হবে। ➤ অন্যের ভিডিও কপি বা কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহার করা যাবে না। ➤ নিজের তৈরি ভিডিও নিজেই আপলোড করতে হবে। ➤ ওয়েবসাইটে সংবাদ লেখার আগ্রহ থাকতে হবে। ➤ দায়িত্বহীন আচরণ, অনিয়ম বা শর্ত লঙ্ঘন করলে বাদ দেওয়া হবে।

সাংবাদিকতা বা কনটেন্ট সহকর্মী হিসেবে দরকারি কিছু দক্ষতা: ✔ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা। ✔ সত্য যাচাই করার অভ্যাস। ✔ নিরপেক্ষতার মানসিকতা। ✔ ক্যামেরার সামনে উপস্থাপনার আত্মবিশ্বাস। ✔ ভিডিও সম্পাদনা ও স্ক্রিপ্ট রচনার আগ্রহ। ✔ সময়মতো কাজ শেষ করার দায়বোধ। ✔ ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস।

বিশেষ নির্দেশনা: ☑ SMtv Media টিমের কোনো সদস্যকে নিয়ে আক্রমণাত্মক, অসম্মানজনক বা বিভ্রান্তিকর ভিডিও তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। ☑ ব্যক্তিগত আক্রোশ, পক্ষপাত বা গোপন ভিডিওর মাধ্যমে কাউকে অপদস্থ করা যাবে না। ☑ SMtv Media সত্যের পাশে দাঁড়ায়, হিংসা বা বিতর্কের নয়।

নৈতিক দিকনির্দেশনা: আমাদের টিমের প্রতিটি সদস্যকে মনে রাখতে হবে—কোনো স্থানে ভিডিও ধারণ করতে যাওয়ার আগে যদি দেখো কারো সহায়তা প্রয়োজন, তাহলে আগে মানবিক সাহায্য করবে, তারপর ভিডিও করবে। আমরা কষ্টের ব্যবসা করি না, আমরা পাশে দাঁড়াই। সত্যের পক্ষে দাঁড়াতে চাইলে, নির্ভয়ে কথা বলতে জানলে এবং মানুষের পাশে থাকতে আগ্রহী হলে। SMtv Media তোমার জন্য অপেক্ষা করছে। যোগাযোগ: +8801736413275 ইমেইল smtvmedia1911@gmail.com