
জোড্ডা পশ্চিম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি প্রত্যাশি মোঃ আব্দুর রহিম
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী হয়েছেন মোঃ আব্দুর রহিম। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থেকে স্থানীয় শ্রমিক রাজনীতির সঙ্গে জড়িত।

আব্দুর রহিম বলেন, “দলকে সুসংগঠিত করা, শ্রমিকদের অধিকার রক্ষা ও বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, তিনি সব সময় শ্রমিকদের পাশে থেকে তাদের সুখ-দুঃখে সহযোগিতা করে আসছেন। আসন্ন কমিটিতে তার নেতৃত্বে ইউনিয়ন শ্রমিক দল আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
