
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিশেষ মৎস্য সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১২টি দুয়ারী জাল জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে জালের মালিককে পাওয়া যায়নি। পরে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের হিসাব অনুযায়ী, জব্দ হওয়া প্রায় ১২ মিটার দৈর্ঘ্যের জালগুলোর বাজারমূল্য পঞ্চাশ হাজার টাকার বেশি।
অভিযানে নেতৃত্ব দেন পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি। পুলিশি নিরাপত্তা নিশ্চিত করেন থানার সিনিয়র এসআই মোঃ আব্দুল্লাহ আল মাসুম এবং মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ মাহমুদুল হাসান।
মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি বলেন, অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা দেশের জলাশয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের জাল মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করে। তাই অভিযান চালিয়ে এগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
