
ভোলা জেলা পুলিশের আগস্ট-২০২৫ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ভোলা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার): ভোলা জেলা পুলিশের আগস্ট-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার ভোলা জনাব মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার।
আলোচনায় মামলা তদন্ত, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, এবং পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার ভোলা সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকতা ও জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রিপন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) জনাব অরিত সরকারসহ ভোলা জেলার থানার অফিসার ইনচার্জগণ, গোয়েন্দা শাখার কর্মকর্তারা, ট্রাফিক বিভাগ, কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
