
নাঙ্গলকোট ঢালুয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার ঢালুয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের নির্বাচন কমিশনার এডভোকেট হামিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহব্বায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
সম্মেলন উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জমান আমির।
সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক ও ডা.শাহাব উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উতবাতুল বারী আবু,কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি শোয়েব খন্দকার,নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনাম ভূঁইয়া,দ:জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,মক্রবপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল,আলমগীর, মোঃ ফারুক হোসেন, মাওলানা নুরুল ইসলাম, ঢালুয়া হাইস্কুল সভাপতি মাহবুবুল হক লিটন, ইয়াছিন মিয়াজি, মাষ্টার অহিদুর রহমান, যুবদল নেতা গিয়াস উদ্দিন, শাহজাহান।
প্রধান অতিথি জাকারিয়া সুমন বলেন, কোন আওয়ামী ফ্যাসিস্ট লোকদের কে বিএনপির নব-গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না।গত ১৭ বছর যারা আওয়ামী ফ্যাসিবাদী শক্তির হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বিএনপির নব-গঠিত কমিটিতে গুরুত্বের সাথে স্থান দিতে হবে।গতকাল নাঙ্গলকোটের ঢালুয়া হাইস্কুল মাঠে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে ঢালুয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে একাধিক প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সভাপতি ইসহাক মজুমদার, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বেলাল হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়।
রাশেদ হোসাইন
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
মোবাইলঃ ০১৬২৫-৮৯০৩৬৯
তারিখঃ ১৩-০৮-২৫ইং