
জুলাই শহীদ ‘সৈয়দ মুনতাসীর রহমান আলীফ’-এর কবর জেয়ারত অনুষ্ঠিতবিস্তারিত দেখুন আর আর টিভি নিউজ বাংলা প্রতিবেদনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর জুলাই মাসের শহীদ, সাহসী মুজাহিদ সৈয়দ মুনতাসীর রহমান আলীফ-এর কবর জেয়ারত অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় এলাকায়।এই আয়োজনে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রশিবির-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা ইয়াছিন আরাফাত।এছাড়াও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিন ছাত্রশিবির-সভাপতি হেলাল উদ্দিন রুবেল,ঢাকা মহানগর দক্ষিন ছাত্রশিবির সেক্রেটারি হাফেজ দেলওয়ার হোসেন,কুমিল্লা-১০ আসনের জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, যুব ও প্রচার বিভাগের সভাপতি জনাব মোঃ আব্দুল হান্নান,ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন,উত্তর শাখার সভাপতি রাকিবুল ইসলাম,দৌলখাড় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম সেক্রেটারি জনাব বদরুল আমিন পলাশ,এবং ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।কবর জেয়ারত শেষে জননেতা মাওলানা ইয়াছিন আরাফাত বলেন:কুমিল্লা-১০ আসনের জনগণ একটি ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন চায়। জনগণের স্বার্থে উন্নয়ন ও কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে, ইনশাআল্লাহ আরও এগিয়ে যাবে।