নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতির পরিচিতি সভা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির পরিচিতি সভা শনিবার দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শুরুতে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার অহিদুর রহমান খোকন ও কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব মাওলানা নুরুল আমিনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ ওমর ফারুক, বিদ্যুৎসাহী সদস্য ডক্টর হেদায়েত উল্লাহ, মঞ্জুর আহমেদ, ইঞ্জিনিয়ার নেছার আহমেদ স্বপন, অভিভাবক সদস্য অহিদ উল্লাহ, মাওলানা রাশেদ হোসেন, ইউনুস মিয়া নোমান, শিক্ষক প্রতিনিধি মাওলানা কাউছার আলম, একেএম আব্দুল কাইয়ূম ও সেলিম জাহাঙ্গীর।

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি অহিদুর রহমান খোকন তার বক্তব্যে শিক্ষা ও নৈতিকতাভিত্তিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আলোকিত প্রজন্ম গঠনে দৃঢ় প্রত্যয়ের অঙ্গীকার ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, “মাদ্রাসার শৃঙ্খলা ও সুনাম ধরে রেখে একাডেমিক ফলাফল, অবকাঠামো উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে সবধরনের সহযোগিতা দিয়ে মাদ্রাসাকে একটি রোল মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”

মাদ্রাসার বিভিন্ন ভালো দিক তুলে ধরে অন্যান্য বক্তারা বলেন, এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কুমিল্লার দক্ষিণাঞ্চলে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষাদানে অগ্রণী ভূমিকা রাখছে। মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছর বোর্ড পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে কামিল পর্যন্ত পাঠদান ব্যবস্থা, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, পরিবেশবান্ধব ক্যাম্পাস এবং নিয়মিত সহশিক্ষা কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *