জনগণের কণ্ঠস্বর: গফুর ভূঁইয়াকেই আবার চাই!

বিস্তারিত দেখুন:- ফয়সল আহম্মেদ ফাহিম প্রতিবেদনে,

নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ—এই তিন অঞ্চলের মানুষের হৃদয়ে আজও যিনি রয়েছেন জীবন্ত এক আস্থার নাম হয়ে, তিনি হলেন আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।

তিনি কেবল একজন সাবেক সংসদ সদস্য নন—তিনি একজন জননেতা, মানুষের দুঃখ-সুখের সাথী, উন্নয়নের কারিগর।

আজ জনগণ বলছে স্পষ্ট ভাষায়—

আবারও দরকার গফুর ভূঁইয়ার মতো সাহসী, সৎ ও মানবিক নেতা।”

ভোট নয়, ভালোবাসা দিয়ে আমরা আমাদের নেতাকে চাই!”

নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণের মানুষ ২০২৫-এর নির্বাচনে আবারও আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়াকেই দেখতে চায় সংসদে—এই আকাঙ্ক্ষা আজ গণচেতনায় পরিণত।

কারণ মানুষ তাঁকে চায় যার কারণ

তিনি উন্নয়নের প্রতীক

তিনি অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক

তিনি সব শ্রেণির মানুষের পাশে থাকা এক বলিষ্ঠ কণ্ঠ

তিনি কর্মে প্রমাণ করেছেন, কথায় নয়

গফুর ভূঁইয়া ফিরলে, ফিরে আসবে উন্নয়ন, শান্তি ও সেবার রাজনীতি।

এই বার্তা এখন ঘরে ঘরে, হৃদয়ে হৃদয়ে।