ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা এবং যারা হলে আসন পাবে না তাদের আবাসন বৃত্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে, গেস্টরুম নির্যাতন ও গণরুমের অপসংস্কৃতি চিরতরে বন্ধ করারও আহ্বান জানিয়েছে দলটি।

ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সোমবার (৩০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানান। 

নবীন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের বিভাগ ও আবাসিক হল বরাদ্দ চূড়ান্ত হয়েছে উল্লেখ করে ছাত্রদল নেতারা বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণ-অভ্যুত্থানের পর এই নবীন ব্যাচের ভর্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর গণরুম-গেস্টরুমের মতো অপসংস্কৃতি ফিরে আসা উচিত নয়।এই অপসংস্কৃতি রুখতে হল প্রশাসনগুলোকে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের আমলে নবীন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের জুলুম-নির্যাতন হতো। আবাসিক হলের গণরুমের নিকৃষ্ট পরিবেশে বসবাস করতে এবং গেস্টরুম নির্যাতনের মাধ্যমে অপরাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করে শিক্ষার্থীদের সৃজনশীল মন ও মননকে ধ্বংস করা হতো।
ছাত্রদল তাদের মৌলিক অঙ্গীকার হিসেবে সকল ধরনের জবরদস্তিমূলক অপরাজনৈতিক সংস্কৃতির দ্বার রুদ্ধ করে উদার, মেধা ও সৃজনশীলতা ভিত্তিক, সর্বোপরি শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার কথা জানিয়েছে।

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রত্যেকটি হল প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। একইসাথে, গণরুম-গেস্টরুম সংস্কৃতি চিরতরে বন্ধ এবং যারা এই সংস্কৃতিতে জড়িত ছিল তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। এই দাবি আদায়ের লক্ষ্যে ছাত্রদলের সকল নেতাকর্মী সর্বোচ্চ সচেতন ভূমিকা রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।